
শিক্ষার মাধ্যমেই কেবল একটি এলাকার জীবন যাত্রার মান ও পরিবেশের উন্নয়ন করা সম্ভব। সে লক্ষ্যে আজ থেকে প্রায় ৪০ বছর আগে এই পশ্চাৎপদ জনগোষ্ঠির মধ্যে অবহেলিত সকল মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে এই এলাকার বিশিষ্ট সমাজ সেবক হাজী গোলাম হোসেন মহাজন তাঁর নিজের নামে ১৯৮৩ সালের ১ জানুয়ারী ২.৬৮ একর জমির উপর মাত্র ০৮ জন ছাত্রী নিয়ে যে স্কুলের সূচনা করেছিলেন তা আজ বিশাল বিদ্যাপীঠে পরিণত হয়েছে। তাড়াইল উপজেলা সদরে অবস্থিত হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, সাধারণ ও কারিগরি শাখা মিলে ৬০০ জন এর অধিক ছাত্রী নিয়মিত লেখাপড়া করছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পযর্ন্ত সাধারণ ও কারিগরি শাখায় ৩০ জন শিক্ষক-কর্মচারীর নিরলস প্রচেষ্টায় পূর্ন্যেদ্দ্যমে পরিচালিত হয়ে আসছে। এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী সরকারের অনেক গুরত্বপূর্ণ পদে কর্মরত আছে। প্রতি বছর এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করছে আমাদের শিক্ষার্থীরা।উল্লেখ্য যে, এ বছর প্রতিষ্ঠানটি সরকারীভাবে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের সার্টিফিকেটপ্রাপ্ত হয়েছে। আধুনিক বিজ্ঞান শিক্ষার উপর বিশেষ গুরত্ব দিয়ে সমৃদ্ধ পাঠাগার ও বিজ্ঞানের ল্যাব এবং কম্পিউটার ল্যাব সংযোজন করা হয়েছে। ক্রীড়াক্ষেত্রে এ প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে শীর্ষস্থান অধিকার করে রয়েছে। মেয়েদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে এ প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই সচেতন অভিভাবকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
বিদ্যালয়ের সর্বশেষ এডহক কমিটি অনুমোদনের তারিখ : ২০-০২-২০২৫
কমিটির তথ্য দেখুন: এডহক কমিটি অনুমোদন ৬৪(১) ধারা মোতাবেক
বিদ্যালয়ের সর্বশেষ স্বীকৃতি নবায়ন তারিখ : ০১-০১-২০২৪
স্বীকৃতির তথ্য দেখুন: মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি নবায়ন ২০২৪
শাখা খোলার অনুমতিপত্র : বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা খোলার অনুমতিপত্র।